চাঁদপুরে বিএনপি’র ডাকা অবরোধের প্রথম দিনে নাশকতা চেষ্টার অভিযোগে পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝিকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার সকালে শহরের চিত্রলেখার মোড এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। অবরোধের শুরু থেকেই শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ও আইন-শৃঙ্খলা বাহিনীকে কড়া নজরদারি ও টহল দিতে দেখা গেছে।
চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, অবরোধকে কেন্দ্র করে চাঁদপুর সরকারি কলেজ রোডে বিএনপি’র নেতা-কর্মীরা নাশকতার চেষ্টা করে। এসময় সেখান থেকে পৌর বিএনপি’র সভাপতি আক্তার হোসেন মাঝি ও পৌর সেচ্ছাসেবক দল নেতা শফিউদ্দিন বাবুল ভুঁইয়াসহ বেশ কয়েকজনকে শহরের বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। আবরোধকে কেন্দ্র করে যেকোন বিশৃঙ্খলা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। নাশকতা রোধে ইতোমধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।