ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধাদের হাতে বন্দি এক নারী সেনাকে অভিযান চালিয়ে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল।
এক বিশেষ অভিযান চালিয়ে ওই নারীকে সেনাকে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
এর আগে আইডিএফ এ বিষয়ে প্রাথমিক ঘোষণায় বলেছিল, গাজা থেকে ওই নারী সেনাকে মুক্ত করে দেওয়া হয়েছে।
তবে পরবর্তীতে তাকে অভিযান চালিয়ে মুক্ত করার দাবি করে ইসরায়েলি বাহিনী।
এ বিষয়ে আইডিএফ-এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল জোনাথন কনরিকাস বলেন, “ওই সৈন্যকে ‘মুক্তি দেওয়ার’ বিষয়টি ছিল অনুবাদগত ত্রুটি।”
তিনি বলেন, “এটি সত্যিই একটি বিশেষ অপারেশন ছিল, তাকে মুক্ত করে আনার জন্য লক্ষ্য নিয়ে বিশেষভাবে পরিচালনা করা হয় এই অভিযান।”
তিনি আরো বলেন, “মেগিদিশ বন্দিদশা সম্পর্কে তথ্য ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের জানিয়েছে, যা ভবিষ্যতের জন্য ব্যবহার করা যেতে পারে।”
জিম্মিদের অবস্থান সম্পর্কে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরায়েল অন্য কোনো অভিযানের পরিকল্পনা করছে কিনা সে সম্পর্কে কনরিকাস কিছু না বললেও আরও উদ্ধার অভিযানের সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। সূত্র: সিএনএন, আল জাজিরা, দ্য গার্ডিয়ান, হারেৎজ