স্ট্রোক একটি মারাত্মক রোগ। বিশ্বব্যাপী মৃত্যুর দ্বিতীয় কারণ এটি। বিশ্বব্যাপী প্রতি বছর ১২ মিলিয়ন মানুষ নতুন করে স্ট্রোকে আক্রান্ত হন। বিশ্বে বর্তমানে ১০১ মিলিয়ন মানুষ স্ট্রোকে আক্রান্ত হয়ে জীবনযাপন করছেন।
স্ট্রোক ভয়াবহ রোগ। ১৯৯৬ সালের আগে বিশ্বব্যাপী স্ট্রোকের চিকিৎসা ছিলো না। আমাদের দেশেও স্ট্রোকের আধুনিক চিকিৎসা শুরু হয় বছর দশেক আগে। এখন স্ট্রোকের আধুনিক চিকিৎসা সরকারি ও বেসরকারিভাবে হচ্ছে। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোলজি বিভাগের উদ্যোগে বিশ্ব স্ট্রোক দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডা. শিরাজী শাফিকুল ইসলাম বলেন, স্ট্রোকের চিকিৎসা আছে। বেসরকারিভাবে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে (বিএসএইচ) স্ট্রোকের আধুনিক চিকিৎসা দেয়া হচ্ছে।
অধ্যাপক নারায়ন চন্দ্র কুন্ডু বলেন, স্ট্রোকের ৯০ শতাংশ প্রতিরোধযোগ্য। মাত্র ১০টি কারণ নিয়ন্ত্রণ করতে পারলে স্ট্রোক প্রতিরোধ করা যায়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, রক্তে কোলস্টেরলের আধিক্য, ধুমপান, মদপান নিয়ন্ত্রণ করে স্ট্রোক প্রতিরোধ করা যায়।
অধ্যাপক খুরশীদ মাহমুদ বলেন, স্ট্রোকের চিকিৎসায় রিহ্যাবিলিটেশনের ভুমিকা অনেক। স্ট্রোকের পর থেকেই রিহ্যাবিলিটেশন শুরু করতে হয়। রিহ্যাবিলিটেশন মানে কিন্তু ফিজিওথেরাপি নয়। ফিজিক্যাল মেডিসিন স্পেশালিস্টের তত্ত্বাবধানে ফিজিওথেরাপিস্ট, স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট কাজ করেন। স্ট্রোকের পর আক্রান্ত ব্যক্তিকে সুস্থভাবে পরিবারের কাছে ফেরত দিতে রিহ্যাবিলিটেশন টিম কাজ করে।
ডা. মোহাম্মদ উল্লাহ ফিরোজ বলেন, বর্তমানে রক্তনালী ঘটিত রোগ যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাকের মহামারী চলছে। এ মহামারী রুখতে কাজ করতে হবে সবাইকে।
প্রধান অতিথি অধ্যাপক এস এ খান বলেন, স্ট্রোক ভয়াবহ রোগ। পরিবারে কেউ স্ট্রোক আক্রান্ত হলে পুরো পরিবারই পথে বসে যায়। স্ট্রোকের আধুনিক চিকিৎসাগুলো আগে শুধু উন্নত বিশ্বে হতো। এখন বাংলাদেশে হচ্ছে এটা খুব ভালো লাগার মত খবর। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল স্ট্রোকের আধুনিক চিকিৎসা দিতে পেরে গর্বিত।