হাতিয়ায় মেঘনা নদীতে ইলিশ ধরায় ১৪ জেলে আটক

0

নোয়াখালীর হাতিয়ার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ১৪ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় দুই হাজার মিটার জাল ও দু’টি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। আটককৃত জেলেরা ভোলা ও মনপুরা এলাকার বাসিন্দা।

সোমবার দুপুরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দিবাগত শেষ রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায় নৌ-পুলিশ। অভিযানে উপজেলার কাজীর বাজার ঘাট ও পাইতান ঘাট এলাকা থেকে দু’টি ট্রলার ও ২ হাজার মিটার জালসহ ১৪ জেলেকে আটক করা হয়।

হাতিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন বলেন, আটক জেলেদের নৌ-পুলিশ দুপুরে থানায় সোপর্দ করে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here