ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের প্রতিবাদ সভা

0

ঢাকায় বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং হত্যাযজ্ঞের প্রতিবাদে ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের উদ্যোগে রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুজীব উদ্দীন।

সভায় প্রধান আলোচক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমান বলেন, বাংলাদেশ যখন বিশ্বের কাছে রোল মডেল। দেশ যখন উন্নয়নের সব ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে, সে সময় আন্দোলনের নামে এরকম নাশকতামূলক কাজ কারো কাছে গ্রহণযোগ্য নয়। এ অবস্থা রুখে দিতে মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংগঠনের সভাপতি নান্নু আহমেদ তার সমাপনী বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত জোটের যেকোনো অপতৎপরতার বিরুদ্ধে প্রবাসের সকলকে সরব থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here