ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২৪ চিকিৎসাকর্মী নিহত হয়েছে। এছাড়াও ২৫টি অ্যাম্বুলেন্স অকার্যকর হয়ে পড়েছে।
ইসরায়েলের হামলায় গাজার ৩২ চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের প্রত্যেকটির সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।
বেসরকারি শিশু বিষয়ক সংস্থা সেভ দ্য চিলড্রেনের দেওয়া পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।
এছাড়া এক হাজার শিশু এখনো নিখোঁজ রয়েছে। যাদের অধিকাংশই ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।
পশ্চিম তীরেও এই সময় চালানো ইসরায়েলি হামলায় ৩৩ শিশু মারা গেছে। আর ইসরায়েলে হামাসের আক্রমণে নিহত হয়েছে ২৯ শিশু।