টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে। বিরতিহীন এই হামলায় ইতোমধ্যেই ৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে প্রায় সাড়ে ৫ হাজারই নারী ও শিশু।
নিহতদের তালিকায় আছেন বিপুল সংখ্যক বয়স্ক নাগরিকও। এই পরিস্থিতিতে ইসরায়েলকে অবশ্যই গাজার বেসামরিক ফিলিস্তিনিদের রক্ষা করতে হবে বলে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইসরায়েলি বাহিনীকে অবশ্যই হামাস যোদ্ধা ও বেসামরিক লোকদের পার্থক্য করতে পারতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, হামাস যোদ্ধা ও বেসামরিক নাগরিকদের মধ্যে পার্থক্য বুঝে ইসরায়েলকে অবশ্যই গাজার নিরপরাধ বাসিন্দাদের রক্ষা করতে হবে। এছাড়া যুদ্ধ-বিধ্বস্ত এই ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সহায়তা পৌঁছানোরও আহ্বান জানানো হয়েছে।