গাজা-ইসরায়েল যুদ্ধে আবারো নতুন ফ্রন্ট খোলার হুঁশিয়ারি দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। তিনি বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা অব্যাহত রাখলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে।
মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আমির আব্দুল্লাহিয়ান এই হুঁশিয়ার উচ্চারণ করেন। শনিবার তার সাক্ষাৎকারটি সম্প্রচারিত হয়।
এ পরিস্থিতিতে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে এবং অপরাধযজ্ঞ অব্যাহত রাখে তাহলে যুদ্ধের নতুন ফ্রন্ট খুলবে এবং তা কোনোমতেই ঠেকানো যাবে না। পরিস্থিতি এমন হলে ইসরায়েলের জন্য তা মোটেই সুবিধাজনক হবে না বরং এতে তারা অনুতপ্ত হতে বাধ্য হবে।
মার্কিন সরকারের দ্বিচারিতা উল্লেখ করে আমির আব্দুল্লাহিয়ান বলেন, একদিকে মার্কিন সরকার এই যুদ্ধ থেকে অন্য দেশগুলোকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে তারা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে। সূত্র: প্রেসটিভি