সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

0

সিরাজগঞ্জের এনায়েতপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী খুশিয়া বেগমকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী শামীম শেখকে মৃত্যুদণ্ডদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো.আবুল বাশার মিঞা আসামির উপস্থিতিতে এ রায় দেন। আদালতের অতিরিক্ত (পিপি) জেবুন্নেছা জেবা রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামি এনায়েতপুর থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী সেখের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, ২০০৭ সালে এনায়েতপুর থানার রুপনাই গাছপাড়া গ্রামের খুশিয়া বেগমের সাথে একই থানার খুকনী ঝাউপাড়া গ্রামের আনছার আলী সেখের ছেলে শামীম সেখের বিয়ে হয়। প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে শামীমের সাথে স্ত্রী খুশিয়ার ঝগড়া হতো। এরই জের ধরে ২০০৯ সালের ১১ জুলাই রাতে খুশিয়াকে শ্বাসরোধে হত্যা করে শামীম। পরে এ ঘটনায় খুশিয়ার স্বজনেরা মামলা দায়ের করলে আটক হন শামীম। সোমবার আদালতের বিচারক এই রায় দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here