বুকে গুলি চালিয়ে মাওলানা তারিক জামিলের ছেলের ‘আত্মহত্যা’: পুলিশ

0

পাকিস্তানের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা তারিক জামিল নিজেই তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। দেশটির গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার পাঞ্জাবের তালামবায় মারা যান তারিকের ছেলে আসিম জামিল।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে তারিক জামিল লিখেছেন, ‌‌‘এমন দুঃখের দিনে সবাইকে আমাদের জন্য দোয়া করার অনুরোধ করছি। আল্লাহ আমার সন্তানকে জান্নাতের সুউচ্চ জায়গা দান করুন।’

পাঞ্জাব পুলিশ বিবৃতিতে জানিয়েছে, গুলিবিদ্ধ হয়েই মারা গেছেন আসিম জামিল।

ডনকে মুলতানের আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সোহাইল চৌধুরী বলেছেন, নিজের বাড়ির জিমেই নিজের বুকে গুলি করেছেন আসিম। এই পুলিশ কর্মকর্তার দাবি, আসিমের পরিবার জানিয়েছে তিনি আত্মহত্যা করেছেন।

সোহাইল আরো জানিয়েছেন, পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেঁটেও নিশ্চিতভাবেই দেখেছে আসিম নিজেই নিজের বুকে গুলি চালিয়েছেন।

তবে পাঞ্জাব পুলিশ বলছে, চূড়ান্ত তদন্ত ও ফরেনসিক প্রতিবেদনের পরই অসিমের মৃত্যুর আসল কারণ জানা যাবে।

সূত্র: ডন জিও নিউজ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here