মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বয়াতিকান্দি চরে প্রতিপক্ষের এলোপাথাড়ি গুলিতে চায়ের দোকানে বসে থাকা মো: রুবেল (৩২) নামে এক কৃষক নিহত হয়েছেন।
রবিবার সন্ধ্যা ৬ টার দিকে ঘটনাটি ঘটে।
দোকানে বসে চা খাওয়ার সময় ৫-৬ জন যুবক পূর্বশত্রুতার জেরে এলোপাতাড়ি গুলি চালায়। বুকে গুলিবিদ্ধ হন রুবেল।
তবে তারা হামলাকারী কাউকে চেনেন না বলে জানিয়েছেন নিহতের ভাই সুমন । তিনি বলেন, সেখানে গতকালও মারামারির ঘটনা ঘটেছিল বলে শুনেছি।
মুন্সিগঞ্জের জসিলদা গ্নামের বাবু সর্দারের ছেলে রুবেল। ছয় ভাই এক বোনের মধ্যে সে ছিল দ্বিতীয়।
সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন মৃতদেহটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।