বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষায় পাঁচ হাজার ৬২৬ জন উত্তীর্ণ হয়েছেন।
রবিবার বাংলাদেশ ব্যাংকের এইচআরডি-১ এর পরিচালক শাকিল এজাজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষার কেন্দ্র ভিত্তিক আসন বিন্যাস এবং পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় নির্দেশনাবলী বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সম্পর্কিত ওয়েবসাইট http://crecruiment.bb.org.bb এর মাধ্যমে জানানো হবে।
এর আগে গত ২০ অক্টোবর এই প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ব্যাংকে ‘সহকারী পরিচালক’ পদে নিয়োগের জন্য গত ৩০ মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুসারে, এবার ১০০ জন সহকারী পরিচালক নেওয়া হবে।