নিরাপদ সড়ক চাই মালয়েশিয়া চ্যাপ্টারের উদ্যোগে পালিত হল জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩। সাধারণ সম্পাদক জাফর ফিরোজের পরিচালনায় ড. সুলতানা আলমের সভাপতিত্বে কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘সড়ক নিরাপত্তার চ্যালেঞ্জ ও প্রতিকার’ শীর্ষক আলোচনায় অংশগ্রহণ করেন মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়ার ইন্টারনাল মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ আবুল বাসার, বাইনারি ইউনিভার্সিটি মালয়েশিয়ার ডিন প্রফেসর আসিফ মাহবুব কারিম, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির প্রফেসর ড. মোঃ জাহাঙ্গীর আলম, পারদানা ইউনিভার্সিটি মালয়েশিয়ার এসোসিয়েট প্রফেসর ডঃ শাহজাহান কবির, ইউনিভার্সিটি মালায়ার সিনিয়র লেকচারার ড. মোহাম্মদ আলী তারেক, নিসচার ভাইস প্রেসিডেন্ট এসোসিয়েট প্রফেসর ড. নাজমুল হাসান, মো. শহিদুল হাসান এবং ইঞ্জিনিয়ার এনামুল হক প্রমুখ।