ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে আওয়ামী লীগের হরতাল বিরোধী মিছিল

0

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জে নেতাকর্মীদের নিয়ে হরতাল বিরোধী মিছিল করেছে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগ। রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়ার নেতৃত্বে এই মিছিলটি বের করা হয়।

এসময় হরতাল বিরোধী মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীদের বিএনপি বিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের চিটাগং রোড থেকে শুরু হয়ে মৌচাক, সানারপাড়, সাইনবোর্ড হয়ে পুনরায় মৌচাক বাসস্ট্যান্ডে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।

রাজপথে থেকেই বিএনপি জামায়াতের নৈরাজ্য মোকাবেলা করবেন বলেও জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসিন মিয়া, সিদ্ধিরগঞ্জ-আদমজী আঞ্চলিক শ্রমিকলীগের আহ্বায়ক আব্দুস সামাদ বেপারী, থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল হক ভূঁইয়া রাজু, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, রহমত উল্লাহ, কৃষক লীগ নেতা আব্দুল হেকিমসহ অঙ্গ সংগঠনের আরও নেতাকর্মীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here