টাঙ্গাইলের সখীপুরে হাত, পা ও মুখ বাঁধা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার কালমেঘা তেতুলিয়া চালা এলাকার স্থানীয় একটি শাল গজারি বনের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।
তার বয়স প্রায় ৪০ বছর। গায়ে কালো রঙের টি-শার্ট ও জিন্সের প্যান্ট পরা ছিল। এখনো তার নাম-ঠিকানা বা পরিচয় জানতে পারেনি পুলিশ।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।