হামাসের উপ-প্রধান সালেহ আল-আরুরি বৈরুতে লেবাননের পার্লামেন্টের স্পিকার এবং হিজবুল্লাহর মিত্র নাবিহ বেরির সাথে বৈঠক করেছেন।
বৈঠকে গাজা-শাসক গোষ্ঠীর রাজনৈতিক ব্যুরোর অন্যান্য সদস্যদের সাথে নিয়ে হামাস নেতা ইসরায়েলের সাথে চলমান সংঘাত এবং গাজায় মানবিক বহরের অনুমতি দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে বেরির সাথে কথা বলেন।
ইসরায়েলের সঙ্গে লেবাননের সীমানা রয়েছে। লেবাননের ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট হামলা করে আসছে।