বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তরা এলাকায় হরতালের প্রভাব কমছে। সকাল থেকেই মোড়ে মোড়ে পুলিশের পাহারা দেখা গেছে। বেলা ১১ টার দিকে এমপি হাবিব হাসানের নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী উত্তরা মূল সড়ক এবং বিভিন্ন শাখা সড়কে মিছিল করে। এ সময় হরতাল সমর্থকদের দেখা যায়নি।
খোলা রয়েছে এলাকার সকল দোকানপাট ও অফিস-আদালত। তবে সড়ক অনেকটাই ফাঁকা। রাস্তায় বাস চললেও সংখ্যায় কম। যাত্রীও তেমন নেই। তবে সিএনজি-অটোরিকশা, প্রাইভেটকার, মোটরসাইকেল, রিকশা স্বাভাবিকভাবে চলতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য কাউন্টার থেকে বাস ছাড়ার ঠিক আগ মুহূর্তে ১৫-২০ জন বাসে ইট পাটকেল ছুঁড়তে শুরু করে। এ সময় গাড়িতে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে পুলিশ এলে পালিয়ে যায় পিকেটাররা।