বান্দরবানের থানচি উপজেলার শঙ্খ নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ থাকা আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার রেমাক্রি ইউনিয়নের হানারাং ত্রিপুরা পাড়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লংবে খুমী (৪৫) ও ছাই খুমীর (৩০) মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।
থানচি থানার ওসি মো. ইকবাল হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সেখানে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহগুলো তাদের স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, ঘটনার পরদিন বৃহস্পতিবার লংরে খুমী এবং তৃতীয় দিনের মাথায় লংবে খুমী ও ছাই খুমীকে নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।