এল ক্লাসিকোর মহারণে আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। চলতি মৌসুমে এখনো অপরাজিত আছে বার্সেলোনা। কিন্তু ১০ ম্যাচ ২৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ।
এক ম্যাচ বেশি খেলে ২৮ পয়েন্ট নিয়ে গতরাতে শীর্ষে উঠে গেছে জিরোনা। আজ বার্সাকে হারাতে পারলেই শীর্ষে ফিরে আসবে রিয়াল। ২৪ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা। ইনজুরির কারণে রবার্ত লেভানদোস্কি, রাফিনিয়া, ডি ইয়ং, সের্হিয়ো রবার্তো, পেদ্রির মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পায়নি বার্সেলোনা।