ভারতসহ ৪ দেশের সিইসির সঙ্গে বৈঠক করবে ইসি

0

ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের বর্তমান ও সাবেক পাঁচজন প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করবে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে এই পাঁচ নির্বাচন কমিশনার বাংলাদেশ সফরে এসেছেন। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফোরামের চেয়ারম্যান আবেদ আলী ।

তিনি বলেন, এরই মধ্যে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশে অবস্থান করছেন। শনিবার বারিধারা ডিপ্লোমেটিক এরিয়া হোটেল এসকট প্যালেসে সফরত চার দেশের প্রধান নির্বাচন কমিশনার ও দেশের বিশিষ্ট নাগরিকদের অংশগ্রহণে ‘দক্ষিণ এশিয়ার নির্বাচন ব্যবস্থা: প্রেক্ষিত বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here