ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা লক্ষ্য করে বৃষ্টির মতো বোমা নিক্ষেপ করেছে ইসরায়েল। শুক্রবার রাতভর এই হামলা চালায় দখলদার বাহিনী। এতে বন্ধ হয়ে গেছে গাজার মোবাইল ও ইন্টারনেট সেবা। এর মাধ্যমে কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে গাজা।
শুক্রবার গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, কাতারের মধ্যস্থতায় হামাস-ইসরায়েলের মধ্যে যেকোনো সময় যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু এরমধ্যেই ইসরায়েলি বাহিনী গাজায় তীব্র বোমা হামলা শুরু করে।
তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানিয়েছেন, তারা গাজায় স্থলঅভিযান সম্প্রসারণ করবেন। বৃষ্টির মতো বোমা নিক্ষেপের মধ্যেই তিনি গাজা সিটি থেকে বেসামরিক মানুষদের উত্তরাঞ্চলের দিকে সরে যেতে বলেছেন। সূত্র: আল জাজিরা