সৌদি ক্লাবে ৪ মাসেই বরখাস্ত কিংবদন্তি ফাওলার

0

রবি ফাওলারের কোচিংয়ে বেশ ভালোই করছিল সৌদি আরবের ফুটবলে দ্বিতীয় স্তরের ক্লাব আল-কাদজি। এরপরও হঠাৎ করেই প্রধান কোচের পদ থেকে লিভারপুলের এই কিংবদন্তি স্ট্রাইকারকে বরখাস্ত করেছে দলটি। 

গত জুনে আল-কাদজির দায়িত্ব নেন ফাওলার। তার কোচিংয়ে দলটি আট ম্যাচের ছয়টিই জিতেছে, ড্র বাকি দুটি। সৌদি প্রথম বিভাগের লিগে তারা আছে দ্বিতীয় স্থানে। শীর্ষে থাকা দলের চেয়ে পিছিয়ে আছে স্রেফ ১ পয়েন্টে। লিগে গত মাসের সেরা কোচ হিসেবে নির্বাচিত হন ৪৮ বছর বয়সী ফাওলার।

প্রিমিয়ার লিগের ইতিহাসে অষ্টম সর্বোচ্চ স্কোরার ফাওলার ২০১১ সালে কোচিং ক্যারিয়ার শুরু করেন থাইল্যান্ডের ক্লাব মুয়াংথং ইউনাইটেডের হয়ে। পরে অস্ট্রেলিয়ার দল ব্রিজবেন রোয়ার, ইন্ডিয়ান সুপার লিগের দল ইষ্ট বেঙ্গলের কোচ ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here