বিএনপি-জামায়াত জোট কর্তৃক দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য,নাশকতা, দ্বাদশ সংসদ নির্বাচন বানচালের পাঁয়তারা এর বিরুদ্ধে মানিকগঞ্জে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগ ও পৌর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ রমজান আলী, যুগ্ম সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনি প্রমুখ।