বগুড়ায় ইসলামী আন্দোলনের মিছিলে পুলিশি বাধা

0

বগুড়ায় জাতীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। 

শুক্রবার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে দলটির নেতাকর্মীরা শহরের পুলিশ প্লাজার সামনে থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্ট সাতমাথায় প্রবেশ করতে চাইলে বাধার মুখে পড়ে। পরে তারা মিছিল নিয়ে ঘোড়া মোড় প্রদক্ষিণ করে শহরের ফতেহ আলী মোড়ে দলীয় কার্যালয়ের সামনে ফিরে যান। সেখানে  এক সমাবেশের আয়োজন করা হয়। 

ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সভাপতি মাওলানা আনম মামুনুর রশিদ জানান, মিছিল সমাবেশ রাষ্ট্রের সংবিধানে দেওয়া গণতান্ত্রিক অধিকার। প্রশাসন অবৈধভাবে শান্তিপূর্ণ মিছিলে বাধা দিয়েছে। 

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দিন, জানান ইসলামী আন্দোলনের মিছিলে বাধা দেওয়া হয়নি। তারা অনুমতি ছাড়া শহরে প্রবেশ করতে চাইলে ঘুরে অন্য সড়কে যেতে বলা হয়েছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here