হামাসের একটি প্রতিনিধি দল গতকাল রাশিয়া সফর করেছে। মস্কো বলেছে, সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা জরুরি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সব পক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা প্রয়োজন বলে রাশিয়া বিশ্বাস করে।
ইসরায়েল-হামাস যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সিরিয়া ও ইরানের ডিপোতে হামলা চালিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পেসকভ বলেন, মার্কিন সম্পৃক্ততা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা প্রদর্শন করে যা ‘খুব খারাপ’। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের মধ্যে রাশিয়ার সামরিক বাহিনী জড়াবে এমন কোনো সম্ভাবনা নেই।
রাশিয়ায় হামাসের প্রতিনিধি দলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির জ্যেষ্ঠ নেতা আবু মারজুক উপস্থিত ছিলেন।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়—ইসরায়েল, ইরান, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং গাজা নিয়ন্ত্রণকারী হামাসসহ মধ্যপ্রাচ্যের সব গুরুত্বপূর্ণ পক্ষের সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে। ইসরায়েল-হামাস সংঘাতের জন্য রাশিয়া বারবার মার্কিন কূটনীতিকদের ব্যর্থতাকে দায়ী করেছে। এ অবস্থায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং শান্তি স্থাপনের জন্য আবারও আলোচনা শুরু করার আহ্বান জানিয়েছে মস্কো।
গাজায় ইসরায়েলের অভিযান পশ্চিমাদের সমর্থনপুষ্ট—রাশিয়ার এমন মন্তব্যের জন্য হামাস রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাও করেছে।