বেটিংয়ের নিয়ম ভাঙায় ১০ মাসের জন্য নিউক্যাসল ইউনাইটেড ও ইতালির মিডফিল্ডার সান্দ্রো টোনালিকে নিষিদ্ধ করা হয়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) বৃহস্পতিবার ২৩ বছর বয়সী এই ফুটবলারের শাস্তি কথা জানায়।
আগামী অগাস্ট পর্যন্ত খেলতে পারবেন না তিনি। ইতালি ২০২৪ ইউরোর মূল পর্বে উঠলে সেখানেও খেলা হবে না তার।
বেটিংয়ের নিয়ম ভাঙায় গত ১৭ অক্টোবর জুভেন্টাসের ইতালিয়ান মিডফিল্ডার ফাগিওলিকে সাত মাসের জন্য নিষিদ্ধ করে এফআইজিসি। একই সঙ্গে সাড়ে ১২ হাজার ইউরো জরিমানা করা হয় তাকে।