সিরিয়ার বিরোধী কর্মীরা বলছেন, ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সৈন্যদের একটি তেল স্থাপনায় রকেট নিক্ষেপ করেছে।
ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পসের সঙ্গে যুক্ত দুটি স্থানে মার্কিন যুদ্ধবিমান বিমান হামলা চালানোর কয়েক ঘণ্টা পর এ হামলা চালানো হয়।
ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দেইর আজ জোর প্রদেশের আল-ওমর তেলক্ষেত্রে ছয়টি রকেট আঘাত হেনেছে।
অবজারভেটরি জানিয়েছে, হতাহতের কোনো ঘটনা ঘটেছে কিনা তা পরিষ্কার নয়।
এর আগে শুক্রবার মার্কিন বিমান হামলায় ইরান সমর্থিত সাত ইরাকি যোদ্ধা আহত হয়।