ইসরায়েলি বাহিনী রাফাহ সমুদ্র সৈকতে অনুপ্রবেশ করে অভিযান চালাতে চেয়েছিল। কিন্তু হামাসের বাধায় তারা পিছু হটেছে।
হামাসের সামরিক শাখা জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ সৈকতে ভোরে ইসরায়েলি বাহিনী অভিযান চালানোর চেষ্টা করে। এ সময় প্রতিরোধ যোদ্ধারা তাদের মুখোমুখি হয়।
কাসেম ব্রিগেড এক টেলিগ্রাম পোস্টে বলেছে, এর জন্য ইহুদিবাদী বিমান বাহিনীর হস্তক্ষেপ প্রয়োজন হয়। অভিযান চালাতে যাওয়া বাহিনীকে রক্ষা করে ইসরায়েলি বিমান বাহিনী। তারা প্রচুর গোলাবারুদ রেখে সমুদ্রের দিকে পালিয়ে যায়।
৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায়। ইসরায়েলি বাহিনীর দাবি, হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ৪০০–এর বেশি মানুষ নিহত হয়েছে।
এরপপর ফিলিস্তিনের গাজা উপত্যকায় দুই সপ্তাহের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সূত্র: আল জাজিরা