রাজধানীতে দেড় হাজারের অধিক র‍্যাব সদস্য মোতায়েন

0

রাজনৈতিক দল গুলোর পাল্টা-পাল্টি সমাবেশ কেন্দ্র করে জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিয়তা ও যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীতে দেড় হাজারের অধিক র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

শুক্রবার র‌্যাব সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

র‍্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-২ রাজধানীর বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

প্রসঙ্গত, আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) জাতীয় নির্বাচন সামনে রেখে রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। এ দিন জামায়াতে ইসলামীও সমাবেশের ঘোষণা দিয়েছে। তাদের গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here