টাঙ্গাইলে শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

0

টাঙ্গাইলে এক শিক্ষকের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। বুধবার বিকালে সদর থানার গোসাই জোয়াইর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত শিক্ষকের নাম সুবীর চন্দ্র রায়। তিনি আজিম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, ২৫ অক্টোবর দুপুরে আজিম মেমোরিয়াল স্কুলে ম্যানেজিং কমিটির মিটিং ছিলো। সুবীর চন্দ্র রায় ওই স্কুলের সহকারী শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য। মিটিং শেষ করে বাড়ি ফেরার পথে বিকাল সাড়ে ৪টার দিকে গোসাই জোয়াইরের রাস্তায় কয়েকজন সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা লাঠি ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে সুবীর চন্দ্র রায়ের মাথায় আঘাত করে। তিনি এ সময় চিৎকার শুরু করলে আশপাশের মানুষ এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সুবীর চন্দ্র রায়কে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

জানা গেছে, গোসাই জোয়াইর গ্রামের নূরুল ইসলামের ছেলে আক্কাস আলী এবং হামলার পরিকল্পনাকারীরা দীর্ঘদিন ধরে সুবীর চন্দ্র রায় এবং তার পরিবারকে উচ্ছেদের চেষ্টা করে আসছিল। তারা সুবীর চন্দ্র রায় এবং তার পরিবারকে হুমকি-ধামকি ও এলাকা ছাড়ার জন্য বলপ্রয়োগ করছিল।

এ হামলার ঘটনায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। সুবীর চন্দ্র রায়ের ওপর হামলার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকালে আজিম মেমোরিয়াল স্কুলের সামনে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী মানববন্ধন করেন। এ সময় তারা দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এ হামলার পেছনে কারা রয়েছে, সেটা খুঁজে বের করে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানানো হয় মানববন্ধনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here