ঢাকার ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দুই দিন ধরে শিক্ষকরা ক্লাস না করানোয় বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এসময় তারা কালামপুর –সাটুরিয়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন।
জানা গেছে, ধামরাইয়ের কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭ শতাধিক শিক্ষার্থী বিদ্যালয়ের নিয়মিত বেতন পরিশোধ করে আসছে। তারপরও রবিবার ও আজ সোমবার শিক্ষার্থীদের ক্লাস করানো থেকে বিরত থাকেন শিক্ষকরা। এতে চরম ক্ষুদ্ধ হন তারা। পরে নিয়মিত ক্লাস করানোর দাবিতে বিদ্যালয় চত্ত্বরে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা–আরিচা মহাসড়ক অবরোধ করতে রওনা হয়। এতে কয়েকজনের অনুরোধে মহাসড়ক থেকে ফিরে কালামপুর-সাটুরিয়ার আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে তারা।
বিদ্যালয়ের ভূগোল শিক্ষক সামছুর রহমান ক্লাস বন্ধ থাকার কথা স্বীকার করে জানান, গত ১৪ মাস ধরে স্কুলের বেতন পাই না। তবে এমপিওর সরকারি বেতন গত মাস বাদে নিয়মিত পাচ্ছি বলে জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, কয়েকজন শিক্ষক ইচ্ছে করেই শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছেন না। এছাড়াও দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ বেগমের উস্কানিতেও শিক্ষার্থীরা আজ সড়কে নেমেছে। আশা করি দ্রুত সমস্যা সমাধান হবে।
তবে অভিযোগ অস্বীকার সাবেক প্রধান শিক্ষিকা মমতাজ বেগম বলেন, শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধের বিষয়ে আমি কিছুই জানি না।
বিদ্যালয়ের সভাপতি সানোড়া ইউনিয়নের চেয়ারম্যান খালেদ মাসুদ লাল্টু জানান, দ্রুতই শিক্ষার্থীদের ক্লাস নেয়ার ব্যবস্থা করা হবে। তবে কোমলমতি শিক্ষার্থীদের সড়কে নামানোর পিছনে কারো যদি উস্কানি থাকে এমন প্রমাণ পেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।