প্রতি বছরই ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) আগে মিনি নিলামের আয়োজন করা হয়ে থাকে। এ বারের আইপিএলও তার ব্যতিক্রম নয়। আগামী ১৯ ডিসেম্বর আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। খবর ক্রিকইনফোর।
প্রতিবেদনে বলা হয়, নিলাম আয়োজন করা হবে সুংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। ভারতের বাইরে এবারই প্রথমবারের মতো নিলামটির আয়োজন করা হচ্ছে।
তবে এখন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিগুলোকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। কিন্তু ১৯ ডিসেম্বর দুবাইয়ে মিনি নিলাম আয়োজন হবে, এটা একপ্রকার চূড়ান্ত।