নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় তানিয়া আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার টিপুরদীর চৈতী গার্মেন্টস এলাকার ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে বারাকাহ হাসপাতালে নিলে চিকিৎসক তানিয়া আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত আল-আমিনকে ভর্তি করেন। দুর্ঘটনায় দীর্ঘ ২ ঘণ্টা পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে।