হবিগঞ্জে জামিনে মুক্তির পর কারাগার ফটকে গ্রেফতার ৩

0

হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব ও পৌর কাউন্সিলর জালাল মিয়া জামিনে মুক্তির পর ফের তাদের গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ধুলিয়াখালস্থ জেলা কারাগার ফটকের সামনে থেকে চুনারুঘাট ও সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

জানা যায়, রাজনৈতিক মামলায় দীর্ঘদিন কারাভোগের পর বৃহস্পতিবার জামিন লাভ করেন হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন ও চুনারুঘাট উপজেলা যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর জালাল মিয়া। খবর পেয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা সন্ধ্যায় শহরের ধুলিয়াখাল এলাকায় কারাগারের সামনে ভিড় করেন। এ সময় তারা কারাগার থেকে বের হওয়ার সাথে সাথেই চুনারুঘাট ও হবিগঞ্জ সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। এর আগে কারাগার ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিল।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক বলেন, ২০২২ সালে চুনারুঘাটে একটি নাশকতা মামলায় জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগনকে গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হবে।

হবিগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পুলিশের উপর হামলার দায়েরকৃত মামলায় চুনারুঘাট উপজেলা যুবদল নেতা জালাল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here