জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বৃহস্পতিবার গাজায় ইসরায়েলের বোমা বর্ষণে বেসামরিক মানুষের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির সমালোচনা করে বলেছেন, ইসরায়েল গাজাকে পৃথিবীতে চিরস্থায়ী নরকে পরিণত করছে। এই ট্রমা আগামী প্রজন্মকে আতঙ্কিত করবে।
সাফাদি বলেন, ইসরায়েলি সরকারের মন্ত্রিসভার সদস্যরা প্রকাশ্যে, লজ্জাজনকভাবে ফিলিস্তিনিদের পৃথিবী থেকে মুছে ফেলার আহ্বান জানিয়েছেন। তাদেরকে বেঁচে থাকার অযোগ্য প্রাণী বলে অভিহিত করেছেন। আবার নিজেরা বলছে, ‘এটি ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ নয়।’ যদি তা না হয়, তাহলে পৃথিবীতে কেন তারা একজন ফিলিস্তিনি সাংবাদিকের শিশুকে হত্যা করবে?
তিনি বলেন, আপনাকে দেখানোর মতো কোনো ভিডিও আমার কাছে নেই। আমরা মৃতদের খুব সম্মান করি, তাদের পরিবারের বেদনাকে খুব বেশি সম্মান করি। কিন্তু ফিলিস্তিনিরা যে ঘৃণ্যতা, ভয়াবহতা, অমানবিকতার শিকার এবং নির্যাতিত হচ্ছে হাজার হাজার ভিডিওতে তা তুলে ধরা হয়েছে।