চর্ম ও যৌন রোগীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতাল। রাজধানীর ধানমন্ডিতে আগামী ২৯, ৩০ ও ৩১ অক্টোবর তিনদিনব্যাপী সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশেষজ্ঞ চিকিৎসক কর্তৃক এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলবে।
আজ বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. শেখ মোহাম্মদ শহীদুল্লাহ, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (চর্ম ও যৌন বিভাগ) ডা. আসমা তাসনিম খান ও সহকারী অধ্যাপক (চর্ম ও যৌন বিভাগ) ডা. মো. নাজমুল হুদার তত্ত্বাবধানে এটি পরিচালিত হবে।