৩ নভেম্বর মুক্তি পাচ্ছে ‘মেঘের কপাট’

0

‘মেঘের কপাট একটি নিখাদ ভালোবাসার গল্প। অভিমানী মানুষগুলো আবার ভালোবাসতে শিখবে। বিরহের মেঘ ঝরিয়ে ভালোবাসার বৃষ্টি নামাবে দর্শকের মনে। তাই যারা চলচ্চিত্রের মাঝে ডুব দিতে চান, তাদেরকে বলবো এই চলচ্চিত্রটি আসলে আপনাদেরই জন্য’- ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে এমনটিই বলেন চলচ্চিত্রটির নায়ক রাকিব হোসেন ইভন।

রাজধানীর বাংলামোটরের একটি কনভেনশন হলে ২৫ অক্টোবর সন্ধ্যায় ‘মেঘের কপাট’ চলচ্চিত্রের সংবাদ সম্মেলনে জানানো হয়,  আগামী ৩ নভেম্বর শুক্রবার দেশব্যাপী চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে। রোমান্টিক ঘরানার এই চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, সিন্ডি রোলিং, সাবরিনা তন্বী, রাজু আহসান, আফরোজা মোমেন, জামান সাইফ, রেজাউর রহমান রিজভী, রেহানা পারভীন হাসিসহ আরো অনেকে। চলচ্চিত্রটি যৌথভাবে প্রযোজনা করেছেন ওয়ালিদ আহমেদ ও আফরোজা মোমেন।

সংবাদ সম্মেলনে চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট অভিনয়শিল্পী ও কলাকুশলীরা নিজেদের অভিজ্ঞতার কথা বলেন। এসময় চলচ্চিত্রটির প্রযোজক আফরোজা মোমেন আগামীতেও পরিচালক ওয়ালিদ আহমেদের সঙ্গে নতুন চলচ্চিত্রে কাজ করার কথা জানান। ঢাকাসহ দেশের বিভাগীয় বড় শহরগুলোতে আগামী ৩ নভেম্বর ‘মেঘের কপাট’ চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে বলে পরিচালক ওয়ালিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানান।

প্রসঙ্গত, শ্রীমঙ্গলে দৃশ্যায়িত এই চলচ্চিত্রটিতে গান রয়েছে ৫টি। মেলোডিয়াস ঘরানার এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জাভেদ আলী, অর্ঘ্য, রূপঙ্কর, আফরোজা মোমেন, দিলরুবা কামাল ও অনিন্দ্য চ্যাটার্জী। সঙ্গীত পরিচালনা করেছেন নাসিফ অনী, রূপঙ্কর, ওয়ালিদ আহমেদ ও অভিষেক সাহা। আফরোজা মোমেনের গল্পে চলচ্চিত্রটির চিত্রনাট্য ও গীত রচনা করেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here