বসুন্ধরা চক্ষু হাসপাতালে বিনামূল্যে ৩৯ রোগীর ছানি অপারেশন

0

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ৩৯ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি ও মাংস বাড়ার কারণে অপারেশন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট, ভিশন কেয়ার ফাউন্ডেশন এবং এ কে এম আবু তাহের ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দিনব্যাপী এ ফ্রি অপারেশন অনুষ্ঠিত হয়।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পাবলিক রিলেশন অফিসার ফাইজা রহমান বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‍দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের মাধ্যমে প্রায় ২ হাজার ৮৭৩ জন এর বেশি রোগীর বিনামূল্যে অপারেশন করা হয়েছে।

এ ক্যাম্পটি গত ২২ সেপ্টেম্বর কুমিল্লার বরুড়ার গালিমপুর ইউনিয়নের ঝাপুয়া আশ্রাফিয়া ইসলামিয়া দাখিল মাদরাসায় অনুষ্ঠিত হয়। ঐ কাম্পে মোট ২ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এর মধ্য ৩৮০ জনের ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়।

চোখের ছানি অপারেশনের উপকারভোগী রওশন আরা বলেন, আমার এক বছর ধরে চোখের সমস্যা। সরকারি সুবিধা আসলে স্থানীয় মেম্বার চেয়ারম্যানের চেনা পরিচিতরাই পায়, আমরা পাই না। কিন্তু এখানে সেসব নেই। সবাই সমান অধিকার পায়।

আরেক উপকারভোগী মাসুমা আক্তার বলেন, ডাক্তার চশমা না দিয়ে অপারেশনের কথা বলে। অপারেশনের টাকা তো নাই। তখন ডাক্তার বলে এখানকার কথা। তারপর এখানে আসি। আমরা এতটাই গরিব যে চোখের অপারেশন করাতে পারিনি, তবে এখানে সব বিনামূল্যে হচ্ছে। আমার জন্য এটা অনেক বড় প্রাপ্তি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here