রিগ্যালস কৌচার টিফিনিবিডিতে (Tiffanybd.com) যুক্ত হলো নতুন কয়েকটি আপডেটেড সার্ভিস। এখন থেকে টিফিনিবিডির বাংলাদেশের কাস্টমরা নতুন আপডেটেড সার্ভিসগুলো পাবেন।
রিগ্যালস কৌচার টিফিনিবিডি.কম-এর কর্ণধার মডেল ও ব্যবসায়ী রিগেল আরমান সম্প্রতি ম্যানহাটান, নিউইয়র্ক, আমেরিকার ‘বিউটি ট্রেনিং স্পেশালিস্টস এলএলসি ইনস্টিটিউট’ থেকে স্কিনকেয়ার কোর্স মাইক্রোনিডিলিং, অ্যাডভান্স কেমিক্যাল পিলিং ও ডারমাপ্ল্যানিংয়ের প্র্যাকটিকেল ট্রেনিং সম্পূর্ণ করেছেন।