দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

0

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো দুইজন। বুধবার সন্ধ্যায় উপজেলার হোগলবাড়িয়া় ইউনিয়নের কল্যানপুর বটতলা এলাকায় ঘটনাটি ঘটে। নিহত মাসুদ রানা (৪৫) হোগলবাড়িয়া় ইউনিয়নের কল্যানপুর মন্ডলপাড়া এলাকার খলিল মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় শ্যালো ইঞ্জিন চালিতো গাড়ির সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হয়। শ্যালো ইঞ্জিন চালিতো গাড়িটি রাস্তায় উল্টে পড়লে গাড়িটির চালকও আহত হয়। আহত তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মাসুদের মৃত্যু হয়।
তবে আহত বাকি দুই জনের পরিচয় পাওয়া যায়নি তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার পরিদর্শক রাকিবুল হাসান বলেন, ঘটনাস্থল থেকে শ্যালো ইঞ্জিন চালিত ডিমবাহী গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here