২৮ তারিখ নাশকতা করলে আওয়ামী লীগ প্রতিহত করবে : শাজাহান খান

0

সাবেক নৌ পরিবহনমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান বলেছেন, আগামী ২৮ তারিখে কোন নাশকতা করলে তা আওয়ামী লীগ যে কোন মূল্যে প্রতিহত করবে। বিএনপি একটি সন্ত্রাসী দল, এই বিএনপি ২০১৫/১৬ সালের মতো আবারও তারা জ্বালাও পোড়াও শুরু করেছে।

বুধবার বিকালে টাঙ্গাইলের ভূঞাপুরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে সরকারের উন্নয়ন সমাবেশ ও স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ পাওয়ায় তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি  বলেন, ৩ নভেম্বর তারা জাতীয় ৪ নেতাকে হত্যা করে। তাদের হত্যা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া কোন কাজ নেই। 

এ সময় তিনি জাতীয় নির্বাচন নিয়ে বলেন, সামনে জাতীয় নির্বাচনে যাদের নিজ নিজ আসনে জনপ্রিয়তা বেশি তাদের মনোনয়ন দেওয়ার সম্ভাবনা বেশি।

স্থানীয় সংসদ সদস্য ছোট মনির শাজাহান খানের মেয়ের জামাতা হওয়ার সুবাধে তার উদ্দেশ্য করে সমাবেশে বলেন, যদি আসন্ন জাতীয় নির্বাচনে ছোট মনিরের জনপ্রিয়তার পাল্লা বেশি হয় তাহলে তাকে সমর্থন করবেন। একটি কথা বলে যাই নৌকার বাহিরে কেউ যাবেন না। শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। 

অনুষ্ঠানে ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, উপজেলা পরিষদের চেয়ারম্যান নার্গিস বেগম, জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির প্রমুখ। এ সময় আওয়ামী লীগের অন্যন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here