মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি বুধবার সিনাইতে এক সামরিক কুচকাওয়াজের সময় সৈন্যদের রাগ সংবরণ করার আহ্বান জানিয়েছেন। সেনাদের উদ্দেশ্য করে সিসি বলেন, ক্রোধ যেন তোমাদের ওপর বিজয়ী না হতে পারে।
মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, সামরিক কুচকাওয়াজটি ছিল যুদ্ধপ্রস্তুতি পরিদর্শন করার জন্য।
গাজায় ইসরায়েল বর্বর হামলা চালাচ্ছে। গাজার সঙ্গে সীমান্ত (রাফা ক্রসিং) থাকলেও শক্তিশালী সেনাবাহিনীর দেশ মিশর সামরিকভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। ইসরায়েল রাফা ক্রসিংয়ে বোমা বর্ষণ করলেও কোনো প্রতিক্রিয়া জানায়নি মিশর।