সাস্কাটুনে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন

0

কানাডার সাস্কাটুনে বসবাসরত বাঙালি সনাতন ধর্মাবলম্বীরা রবি ও সোমবার উদযাপন করেছেন শারদীয় দুর্গাপূজা। সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ প্রতিবারের মত এ পূজার আয়োজন করে।

সাস্কাটুনের কনফেডারেশন ইন হোটেলের বিশাল হলে তিন দিনব্যাপী এই পূজায় সকাল থেকে রাত পর্যন্ত পূজার্চনা, পুষ্পাঞ্জলি ছাড়াও গান, নাচ, ফ্যাশন শো, নাটক ও ধামাইল চলে দেশিও আমেজে। পূজার ৩য় দিনে সিঁদুর খেলার মাধ্যমে শেষ হয় দুর্গাপূজা। 

রিপন তালুকদারের নির্দেশনায় ‘মহিষাসুর মর্দিনী’ মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে ঠিক তেমনি নিবেদিতা দত্তের নির্দেশনায় বাংলার জনপ্রিয় গানের সাথে ফ্যাশন শো উপস্থিত দর্শকবৃন্দ মন্ত্রমুগ্ধের মত উপভোগ করেছে। তাছাড়া লিন্তার নির্দেশনায় শিশু শিল্পীদের নিয়ে “নবদূর্গা মহিষাসুর মর্দিনী” অনুষ্ঠানে অন্যমাত্রা নিয়ে আসে। 

পূজার শেষ দিনে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদের সভাপতি ওলক চৌধুরী ও সাধারণ সম্পাদক অমৃতা শর্মা উপস্থিত সকলকে অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানান আর সকল স্পন্সর ও স্বেচ্ছাসেবককে কৃতজ্ঞতা আর লক্ষীপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here