ভারতকে জাতপাত ও আঞ্চলিক ভিত্তিতে বিভক্ত করার চেষ্টাকারী অপশক্তিগুলিকে বিনাশ করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল মঙ্গলবার দিল্লির দ্বারকায় দশেরার (বিজয়া দশমী) অনুষ্ঠান থেকে এই আহ্বান জানান তিনি।
আগামী বছর ২০২৪ সালে ভারতের লোকসভা নির্বাচন। তার আগে গতকাল সন্ধ্যায় মোদী বলেন, ‘আমাদের খেয়াল রাখতে হবে যে আজ যেন রাবণ দহন শুধু কুশপুতুল পোড়ানোর রীতিতেই সীমাবদ্ধ না থাকে। বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যর পক্ষে হুমকি প্রদানকারী সকল অপশক্তিরও দহন হয়। মা ভারতীকে যেসব শক্তি জাতপাত ও আঞ্চলিকতার নামে ভাঙতে চাইছে সেইসব অপশক্তিরও দহন হয়।’
তিনি বলেন, ‘বিজয়দশমী হলো এমন একটি উৎসব যেটি অন্যায়ের ওপর ন্যায়ের বিজয়, অহংকারের ওপর নম্রতার এবং ক্রোধের ওপর ধৈর্যের উৎসব। এটি অঙ্গীকার নবায়নের দিন।
মোদি এও বলেন, ‘বিজয়াদশমীতেও ‘শাস্ত্রপূজা’র প্রথা রয়েছে। ভারতের মাটিতে অস্ত্রের পূজা করা হয় অন্য কোনো ভূমিতে আধিপত্য বিস্তার বা কর্তৃত্ব করার জন্য নয়, বরং নিজের ভূমিকে রক্ষা করার জন্য। আমাদের শক্তি পূজা শুধু আমাদের জন্যই নয়, সমগ্র বিশ্বের কল্যাণের জন্য।’