ঠাকুরগাঁও আওয়ামী লীগ সভাপতির জানাজা সম্পন্ন

0

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশীর জানাজা ও দাফন সম্পূর্ণ হয়েছে।

বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়। প্রিয় এই নেতার জানাজায় অংশ নিতে সকাল থেকেই জড়ো হতে থাকেন লাখো মানুষ।

এছাড়াও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান, জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা শোক প্রকাশ করেন।

ইসলামনগর প্রাইমারী স্কুল মাঠে নামাজে জানাজা শেষে ইসলামনগর মসজিদের পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে  ইন্তেকাল করেন সাদেক কুরাইশী। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here