আগামী ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ করতে যাচ্ছে বিএনপি। এ উপলক্ষে নেতাকর্মীদের নতুন একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সমাবেশের পরদিন অর্থাৎ ২৯ অক্টোবর থেকে নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।