টেলিভিশনের অন্যতম বিতর্কিত শো বিগ বস। হিন্দি বা কন্নড় কিংবা তামিল। বিগ বসের ঘরে প্রতি সিজনেই এমন কিছু কাণ্ড ঘটে তা ঘিরে বিতর্ক তৈরি হবেই। এবার সবকিছুকে ছাপিয়ে গেল রবিবার রাতের ঘটনা। এদিন বিগ বসের ঘর থেকে গ্রেফতার হলেন প্রতিযোগী ভার্থুর সন্তোষ।
সম্প্রতি রিয়ালিটি শো-এর মঞ্চে বাঘের নখ দিয়ে তৈরি লকেট গলায় ঝুলিয়ে ছিলেন বিগ বস কন্নড় ১০ এর প্রতিযোগী ভার্থুর সন্তোষ। সেই খবর পৌঁছে যায় বন দফতরের কানে। উপযুক্ত প্রমাণ হাতে আসতেই তাকে গ্রেফতার করে পুলিশ। বিগ বসের সেটে হাজির হয়ে রীতিমতো তদন্ত চালায় বন দফতর। সোমবার অভিযুক্তকে বেঙ্গালুরু আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়্যাল ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়। বিচারক তাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছে।
কোথা থেকে এই বাঘের নখ এল? এই ব্যাপারে সন্তোষ জানান, ‘ওটা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া’।
বাঘের নখ পরা বা নিজের কাছে রাখা বন্যপ্রাণি (সুরক্ষা) আইন, ১৯৭২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। শুধু নখই নয়, বাঘের শরীরের কোনো অংশই শরীরে ধারণ করা বা নিজের কাছে রাখাটা অপরাধ বলে বিবেচ্য।
ডেপুটি কনজারভেটর অফ ফরেস্ট রবীন্দ্র কুমার বলেছেন, ‘সন্তোষকে বাঘের নখ পরা অবস্থায় দেখা যাওয়ার পরে জনসাধারণ অভিযোগ দায়ের করে। অভিযোগের পর, আমরা কোমাঘট্টার কাছে বিগ বস স্টুডিওতে এটি পরিদর্শন করেছি এবং কর্তৃপক্ষকে লকেটটি হস্তান্তর করার অনুরোধও জানিয়েছিলাম। বেশ কিছুক্ষণ ধস্তাধস্তি করার পর তারা আমাদের হাতে তুলে দিতে রাজি হয়।’
বেঙ্গালুরুতে গরুর ব্যবসা রয়েছে ভার্থুর সন্তোষের। হাল্লিকর প্রজাতির গরুর ফার্ম রয়েছে তার। এছাড়াও রিয়েল এস্টেটের ব্যবসাও রয়েছে তার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেনসেশন তিনি, তার বেশ কিছু ভিডিও ভাইরাল হওয়ার পরেই বিগ বসের টিকিট পেয়েছিলেন তিনি। কিন্তু কে জানত বিগ বসের ঘর থেকে সোজা জেলে যেতে হবে তার। আপাতত তার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। সেটি প্রমাণ হলেই তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন তিনি।
সূত্র : হিন্দুস্তান টাইমস।