পর্তুগালে নানা আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপন

0

পর্তুগালের রাজধনী লিসবনের অডিসিইও ওলিবাইসে সোমবার দিনব্যাপী বাংলাদেশি হিন্দু এসোসিয়েশনের উদ্যোগে শারদীয় দুর্গা উৎসবের আয়োজন করা হয়।  

সকাল ৯টায় পূজার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বণ্টন করা হয়। বিকালে আরতির মাধ্যমে দ্বিতীয় পর্বের অনুষ্ঠান শুরু হয়। আরতির শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাতে দশমী পূজার মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশিরা মিলেমিশে এমন একটি সুন্দর আয়োজন করার জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান রাষ্ট্রদূত রেজিনা আহমেদ। এছাড়াও তিনি বলেন, প্রবাসের মাটিতে হিন্দু ধর্মীয় দুর্গা পূজার এমন আয়োজন দেখে আমি খুব আনন্দিত। ধর্মীয় রীতিনীতি পালন করা প্রত্যেক ধর্মের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এসময় তিনি সকলের উদ্দেশে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

রাতে পূজা মণ্ডপে প্রবাসী হিন্দু ধর্মাবলম্বী বাংলাদেশিদের আয়োজনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে ধর্মীয় গান, নাচ এবং আবৃত্তি করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here