গোপালগঞ্জ সদরের ৬ ইউনিয়ন ও কোটালীপাড়া পৌরসভায় ভোটগ্রহণ চলছে

0

গোপালগঞ্জ সদর উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ ও কোটালীপাড়া পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সদর উপজেলার লতিফপুর, দূর্গাপুর, হরিদাশপুর, রঘুনাথপুর, বোড়াশী ও গোবরা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

এ ছাড়া কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ায় সেখানে শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এ ৬ ইউনিয়নে ভোটার সংখ্যা মোট ৫৭ হাজার ৪৯১ জন। আর কোটালীপাড়া পৌরসভায় মেয়র পদে নির্বাচন না হলেও ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ২৪ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১২জন প্রার্থী রয়েছেন। আর ভোটার রয়েছেন ১৫ হাজার ৯৫৮ জন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here