মনের কথা বলেই দিলেন কঙ্গনা, অতঃপর যে জবাব দিলেন সালমান

0

বিতর্কের নিরিখে বলিউডের অন্যতম জনপ্রিয় এবং চর্চিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। বলিপাড়ার তারকা এবং তারকাসন্তানদের সমালোচনা করতে কখনো পিছপা হন না তিনি। নিজের মেধা এবং প্রতিভার জেরে বিনোদন জগতে জায়গা তৈরি করেছেন যে শিল্পীরা, তাদের মধ্যে অনেকের সঙ্গেও আদায়-কাঁচকলায় সম্পর্ক কঙ্গনার। সেই কঙ্গনাই নাকি প্রায় প্রেম নিবেদন করে বসলেন ‘বিগ বস’-এর মঞ্চে! তা-ও আবার সালমান খানকে!

চলতি সপ্তাহে মুক্তি পেতে চলেছে কঙ্গনার পরবর্তী ছবি ‘তেজস’। দেশপ্রেমের এই ছবির প্রচারে এখন ব্যস্ত কঙ্গনা। সেই কাজের সূত্রেই ‘বিগ বস ১৭’-এর ঘরে এসেছিলেন অভিনেত্রী। সেখানে এসে প্রতিযোগীদের সঙ্গে আলাপ-পরিচয় করেন তিনি। তবে সেই সব কিছুর মধ্যে সবচেয়ে নজরকাড়া ‘বিগ বস’ সঞ্চালক সালমানের সঙ্গে তার কথোপকথন। 

কঙ্গনাকে সালমান প্রশ্ন করেন, ছবির সেটে যদি কেউ তার সঙ্গে মশকরা করে, তাহলে কি মেজাজ হারান তিনি? কঙ্গনার সোজাসাপটা উত্তর, “আপনার মতো হ্যান্ডসাম কেউ যদি হন, তাহলে তো কাজে আরো মন বসে।”

কঙ্গনার এই উত্তর শুনে আরো সাহস পান ভাইজান। তার পরেই তিনি কঙ্গনার উদ্দেশে বলে বসেন, “আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। ১০ বছর পরে আপনি কী করছেন?” সালমানের এই প্রশ্ন শুনে হেসেই খুন কঙ্গনা। তবে কি বলিপাড়ায় নতুন সমীকরণের সূত্রপাত?

এতদিন বলিপাড়ার তাবড় তারকাদের নিন্দাতেই মুখর হয়েছেন কঙ্গনা। বিশেষ করে হৃতিক রোশনের সঙ্গে তার প্রেম ভাঙার পরে বলিউড তারকাদের যেন একেবারে সহ্যই করতে পারেন না তিনি। তবে কি সালমান সেই তালিকার ঊর্ধ্বে? না কি বলিউডে নিজের জায়গা পাকা করতে নতুন ফন্দি আঁটছেন কঙ্গনা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here